শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নবনীতা চট্টোপাধ্যায়

ঈশ্বরকে দেওয়া চিঠি আমার




যেভাবে জেনেছি জ্যোৎস্নার রীতিনীতি

তীব্রতায় নয়, উত্তাপ আলোর স্নিগ্ধতায়|

এখন প্রতি রাত্রে নিহত অশ্বদের খুরের শব্দে

এক রক্তক্ষরণের জন্মকথা শুরু হয়|

তুমি তো জানো এইসব রক্তক্ষরণের

কোনো শব্দ নেই, ছবি নেই.....

পড়ন্ত রোদ্দুরে উঠোনে বসে চেনা জীবন

নোনাজল মেখে
ঢেউ  দেখে অপলকে

ঢেউয়ের পর ঢেউ..... একটার পরে আরো এক....


তুমি তো জানো ঈশ্বর শূন্যতা কখনো শূন্য নয়,

এক  অস্থির তরঙ্গিম মহাসিন্ধুর চলাচল.... |

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...