শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ইলোরা বিশ্বাস

 

নেড়ি





যে বছর মহামারি হল , খাদ‍্যাভাব অনাহারী 

কত লোকের প্রাণ গেল সারি সারি ।

সে বছর ছেলেটাও গেল চলে । যতটুকু প্রাণ ভরে সে এসেছিলো নিয়ে, তাই সম্বল করে হাততালি দিয়ে বেঁধেছিলো এক বাসা,  মনের মণিকোঠায় চরম দুরাশা।

তারপরও আরো কেউ কেউ গেল ,

শান্ত হলো মন এই অজুহাতে এদলে একা নই শুধু, আছে স্বজন ।



প্রতি রাতে গোনা করিবড়গাও ভিড় করে হাসে,

আরো স্বার্থপর ,আরো আনমনা ,খাবার ছিনিয়ে নেওয়া,

রাস্তার নেড়ি পাক খেয়ে খেয়ে নড়ে চড়ে বসে।

ও জানে জোর করে নাও নতুবা চুপ করে বসে যাও।

আরো কে কে যাবে অজানার সন্ধানে , নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যারা, হয়তো লাইন নাইবা ভোট দেবে তারা ।


আঁকরে ধরে বুকে চিৎকার করে কেঁদেছিলো মা

গর্ভাশয় এখনো ধুকপুক করে জানায় প্রত্যয় 

নেড়ি ঘুরে ঘুরে এসে বসে  গাড়ীবারান্দার এক কোণে

সেও জোগায় হতাশা জানে বাছাদের হারানোর ব‍্যথা। 

চুপ করে এসে বসে পেটে ক্ষিদে নিয়ে 

শেখায় নিঃশব্দে 

কেমন করে থাকতে হয় নির্দয় চোখে চেয়ে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...