শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মনোজ চৌধুরী

 দুঃখগুলো আমাকে পুষে রাখতে হয় 







আমি তাদের হাত নাড়িয়ে তাড়িয়ে দিতে পারি না

গলা টিপে মেরে ফেলতে পারি না

বিষ খাইয়ে ঘুমিয়ে দিতে পারি না

চোখের জল থেকে বিবিক্ত করতে পারি না


বিক্ষত শরীরে জড়িয়ে নিতে হয় 

টুকরো হৃদয়ে গেথে নিতে হয় 

শব্দবন্ধনে বেঁধে নিতে হয় 

আমাকে দুঃখগুলো পুষে রাখতে হয় 


আমি তাদের উপেক্ষা করতে পারি না

তার শিরচ্ছেদ করতে পারি না

চৌকাঠের বাইরে করতে পারি না

আমাকে দুঃখগুলো কুড়িয়ে রাখতে হয়

আমাকে দুঃখগুলো পুষে রাখতে হয়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...