বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

কৌশিক বন্দ্যোপাধ্যায়

খুশবু





কতদিন রোদ নেই।

নিরালম্ব কুয়াশার পথ ধরে আছে।

ঘন পাইনবনের ছায়া জুড়ে অস্পষ্ট আতিথেয়তা

শীর্ণ নদীর প্রান্তে পা ফেলা জবুথবু সময়।

দু'চোখে
মায়াবী শান্ত এক অচেনা পৃথিবী।

সকাল পেরিয়ে দুপুর। বিকেলের রোজনানচা।

দিনের ক্রান্তি জুড়ে জ্বলন্ত কুপি নিবিড় মনোযোগ ছড়ালে

শৈত্যের সময় ঘিরে ওমের প্রার্থনা জড়ো হয়

ঠোঁটের মায়াবী কোণ কখন ছড়িয়ে দ্যায়

দিগন্তে উপত্যকাময় হাসির খুশবু ....

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...