শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

হাসি বসু

 কবিতার খাতায়




সহস্র আলোকবর্ষ পার হয়ে 


অভিকর্ষজ আকর্ষনের বাইরে 


চলে যাব একদিন। সেদিনের জন্য 


প্রস্তুত হয়েছি এতো বছর ধ'রে,


সেই ইতিহাস নিজেই লিখে রাখবো 


কবিতার খাতায়। তুমি কি একটু 


সময় দেবে কোনো একদিন 


এই কবিতা পড়ার জন্য? দূরত্ব 


মুছে দেবে একটা মুহূর্তকে


স্মরণীয় করার জন্য? তবে


এসো একবার সুখ বুনি 


কাল্পনিক নিরক্ষরেখায় বা


লাল-মাটির শাল মঞ্জরিতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...