শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অমিতাভ সরকার

 পুজোর প্রাত্যহিকী 




আজকে আবার অনেকটা দেরি হলো 

বোকা ফোনটার রোগ শুনবার কলে 

রাত্তিরবেলার ঘুমটা সেই যে গেল

ঘড়ির কাঁটা তো না বুঝে এগিয়ে চলে


এখানে প্রকৃতি বাইরের মায়াজালে

বাতাসে আরোপ ভাবনার মেঘ চাষ

সবার ঘরের মনে ফিরবার কালে

গাঁটছড়া বাঁধা ছায়াহীন সুখ নাশ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...