শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

কৌশিক চক্রবর্তী

 ভালো থেকো




তোমার না ভালো থাকার ভাগ চেয়েছি-

নির্দিষ্ট দিনে গুছিয়ে রেখেছি মরুঝড়-

মৃত্যুর দিন নিয়ে অজানা সংশয়-


যখন শুনলাম তোমার ভালো থাকা পরস্মৈপদী 

চোয়ালে গভীর হল মহিঢাল

থমকে দাঁড়ানো সময়টুকুই স্থির... 


এপর্যন্ত গুনে রাখা দিনে যত্নে সাজানো পলিমার

পুঁতে এলাম কোনো রঙিন সভ্যতায়

অথবা অতিরিক্ত নিরক্ষরেখার দিকে-


আরও একটু ভালো থাকার জন্য

হেলে পড়ুক সোহাগি ঘাসফুল...


ভালো থাকুক অযুত সাম্রাজ্য

ভালো থেকো ঝলসানো কবিতার সব রাত...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...