শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নিশীথ ষড়ংগী

স্টেটমেন্ট






জলের স্থাপত্য ভেঙে, নিসর্গের কারুকাজ ভাঙচুর করে

আপনার কাহিনিময় এ শহরে এসেছি --


শহর কি?এ-তো এক প্লাবিত উপত্যকা, জটিল ঘূর্ণির

ফেস্টিভ ভাষার স্রোত অনুবাদে অনুবাদে কুয়াশাজর্জর


তরঙ্গে তরঙ্গে আর রোমাঞ্চের নিচে বাসা,বেঁধে আছে

ধূসর প্রচ্ছদ


সহজাত,অনভিজ্ঞ চোখ থেকে খসে পড়ে দৃশ্যের মর্মর....



আজন্ম অস্থির আর স্বীকারোক্তিপ্রবণ বিপর্যয়ে

টের পাই, অসহায় শব্দটি বড়ো সন্ত্রাসশাসিত


একবগ্গা অন্ধকারে তার গায়ে নিঃসঙ্গতা মুদ্রিত রয়েছে....



প্ররোচনাময় এই শহরের ঢালে আজ আপনাকে  দ্বিধায়

বলতে পারিনি, সখ্য, সামর্থ্যেভরা ভাষা

এখনও সংহতি কেন শিখতে পারেনি--


সহজ সম্পর্কপাঠ আপাতত অসম্পূর্ণ রেখে

আপনার গ্রীবার দিকে প্রাণপন,                        নিজস্ব আকাশটুকু বাড়িয়ে দিয়েছি.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...