শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুকুমার কর



১)শীত

    


কুয়াশার নদী সাঁতরে

পেরুতে গিয়ে

ডুবে গেছে রোদ

মাঘের বৃষ্টিতে কাঁপছে

নগ্ন কপোত

তারারা
সারারাত গায়

টুসু গীত 

শিম, পালং বাঁধাকপি

জড়িয়ে থাকে শীত।।



২)বক্ররেখা

   


বালক তুমি সরলরেখা

আঁকতে পারো

পুরুষ তুমি ঢেউ খেলানো

পথটি ধরো 

প্রেমিক তুমি নদীর ধারে

বসত করো

নারী আমি আমার শরীর জুড়ে

বাইতে পারো


৩)নীরবতা


রাঙা বৌঠানের উঠোনের শিউলি

সেও বৌঠানের মতো চুপ করে থাকে

তার ভেতরে কথা জমে জমে

ফুলে ফুলে ভরে উঠেছে 

গাছের নীচে পড়ে থাকা ফুল কুড়াই 

বলতেও পারি না 

তোমার পাশে বসতে ইচ্ছে করে

ইচ্ছে করে চোখের জল মুছে দিতে

কতটুকু আর পারি 

ইচ্ছে হয় ডেকে নিই 

অনেক কিছু বলবে ভেবেও 

চুপ করে থাকি-------।


৪)বাণিজ্য


কিছু পেতে গেলে

কিছু দিতে হয় জেনে

গাছের পাতাটি ঝরে যায় 

বিনিময়ে কিছু ওম কেনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...