শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রেজাউল করিম রোমেল

অনিয়মই নিয়ম




অনিয়মই নিয়ম যখন

কিছুই যায় না করা,

অনিয়মের মাঝে পড়ে

জীবন জরা জরা।


আমরা কি ভাই নিয়ম জানি

হচ্ছে কেন অনিয়ম,

অনিয়মের ফাঁদে পড়ে

হচ্ছে সবার মতিভ্রম।


নিয়মের তো ছড়াছড়ি

বইপত্রতে লেখা,

নিয়ম শুধু বইয়ের পাতায়

যায়না কাজে দেখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...