শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ভুবনেশ্বর মণ্ডল

লড়াইটা একার




এই যে কবিতা যুদ্ধ তোমাকে পাইনি পাশে

হে বন্ধু, ভালোবাসা ,আত্ম জন

অথচ শব্দেরা ছুটেছে তোমাকে লক্ষ্য করে

তুমি নিস্পৃহ তাকালে আহা উহু দিলে

রাস্তার মোড়ে ফুচকা সিগারেট খেলে

আমি এক ফেরিওয়ালা দাঁড়িয়ে দরজায়

ভূতের বেগার খাটি খেয়েদেয়ে কাজ নাই

তবুও লড়তে হবে লড়ে যাব চিরকাল

জানি এ লড়াইটা আমার একার

রক্ত ঘাম পুঁজ জেগে থাক কোষে কোষে

হে বন্ধু, আত্মজন থাকো বা না থাকো পাশে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...