শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিপাশা সমাদ্দার


বিপ্লবের দ্রোহ কাল 




লক্ষ মানুষ পথ প্রান্তে

কখনো অত্যাচারের বিরুদ্ধে, কখনো 

উদ্বেলিত লাভা স্রোত প্রশমনে। 


ফ্রান্সের অলিতে গলিতে দানা বাঁধে বিক্ষোভ

অভাবে অত্যাচারে ক্লান্ত জনতা 

সেনাবাহিনীর দাপটে দেশ জুড়ে রাক্ষসী অভাব

রুটি নেই, কোথাও এক টুকরো রুটি নেই। 

অর্থ নেই  ।  কৃষি নেই । কর্ম নেই । 

তবুও 

নির্মম রাণী মেরি অ্যান্টোনেট, কিংবা হিটলার। 

তীক্ষ্ণ তরবারি তার আসছে নেমে

বারে বারে জনতার দরবারে। 

 মুখোশের আড়ালে উদগ্র লোভ রাজপাট  বিলাস ব্যসন। 

তবুও উপেক্ষিত মানুষ

জাগছে দেখো

আজ ও হাটে বাজারে , খোলা মাঠে , রাজ দরবারে। 


 “ রুটি নেই তো কেক খাক , 

নাহলে মরে যাক “ - নির্মম  মেরি অ্যান্টোনেট। 


জ্বলে ওঠে সহ্যমাত্রা-র অতিক্রম সীমা । 

ক্ষুধার্ত জনতা নামে পথে , হিটলারী পরোয়ানা উপেক্ষায়। 

জ্বলে ওঠে দেশ , গ্রাম , শহর। 

কখনো ফরাসি বিপ্লবে 

কখনো আমেরিকার গৃহযুদ্ধে

কখনো বা শান্ত সবুজ  ভূমি তে । আগুন লাগে। 


মিলে মিশে যায় প্রাচ্য পাশ্চাত্য 

কালের কণ্ঠ জাগ্রত থাকে অতীত থেকে বর্তমান

ষোড়শ শতাব্দীর থেকে একবিংশতি শতাব্দীর পথ

দেশ বদলে যায় পটভূমি এক থেকে যায়।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...