শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

প্রদীপ সেন

 থাকলেই বা কী 



গলা ফাটিয়ে বলছ - আছে, আছে 

আকাশে জলদ মেঘ আছে,

মিছেমিছিই দুশ্চিন্তা আর অনিদ্রা

বৃষ্টি এলো বলে, ঈশান কোণে চোখ রাখো।

বিশ্বাস করে কী ভুলই না করেছিলাম।

শুধু ঈশানেই নয়

বায়ু, অগ্নি আর নৈঋতেও চোখ দুটো ঢু মেরে মেরে ক্লান্ত


কিন্তু কোথায় কী? 

মেঘ গুরু গুরুই শুধু সার।

থর চিৎকার করে বলে -

মিথ্যে প্রতিশ্রুতি, এ আশ্বাস আমাদের জন্য নয়

চেরাপুঞ্জির কথা সে নাহয় আলাদা।

ঝরনাও হেঁকে বলে -

আছে, আছে, অঢেল আছে বলেই না এই উৎসারণ।

উস্রবণ কোরাস টানে - তা তো বটেই, তা তো বটেই। 

জাঙ্গল উদ্ভিদগুলো সমস্বরে বলে ওঠে -

কোথায় পর্যাপ্ত জল? 

এখানে অন্তঃসারশূন্য আছের উতরোল 

যার জন্য আছে, সে না হয় আছে, 

আমাদের যদি জিজ্ঞেস করো, বলবো-

আছে বুঝি ? আর থাকলেই বা আমাদের কী? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...