শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নীলম সামন্ত

 শয়তান হয়ে উঠলে




মাঝে মধ্যেই শয়তান হয়ে উঠি 

দু'চোখের অসম্ভব দীপ্তিতে ছারখার হয়ে যায় 

থার্মোকল নীতি বিদ্যা 


গ্রহ নক্ষত্রের দৌড় সাজাই 

আমাকেই গিলে খেতে আসে 


যেন বিনা প্রস্তুতির রণক্ষেত্র 


কি চাই

কিই বা চেয়েছি 


দেবতার ফাঁক দিয়ে নিজের জায়গা খুঁজি 

আমার সাথে আমি 

ধাক্কাধাক্কিতে ঘুম না ভাঙলেও

কুয়াশা জাঁকিয়ে বসে জিভের ওপর  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...