শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুশান্ত সেন

 দি




দিন গুলো ছোট করে কেটে 

রাত গুলো বাড়িয়ে দিলে

ভালো হতো মনে হয়,

তাহলে ঘুমাবার সময় একটু বেশি হতো

আর হত্যা গণহত্যা খুনোখুনি হানাহানি ইত্যাদি

সকল মনুষ্য বৃত্তি গুলি

কিছু টা লাগাম পরে আস্তাবলের ভেতর 

থেকে যেত কিছুক্ষণ।


ফোয়ারার জল খেয়ে

চিহি চিহি ডাক ছেড়ে সময় কাটাত 

বেশ কিছুটা কাল।


এই ভেবে যেই একটু কম্বল জড়িয়ে 

শুতে গেলাম, 

শুনতে পেলাম দরজায় কারা কড়া নাড়ছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...