বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

শুকদেব দে

 গাছের বাড়ি


গাছও বাড়ি বানায়

ডালের বিম তুলে তুলে,

আর পাতার ইঁট

একের পর এক সাজিয়ে...

আর তাতে স্থায়ী বাসিন্দা চড়ুই,

কাঠবেড়ালি ব্যস্ত যাত্রী৷

ভাড়াটিয়ার
মতো হঠাৎ এসে বসে

হলুদগলা নীল পাখি৷

চুপ করে বৃদ্ধটির মতো মিশে থাকে পেঁচা,

অতিথির মতো কাকেদের যাওয়া আসা,

সিঁড়ি বেয়ে ওঠানামা করে পিঁপড়ের সারি...


সেই গাছ-বাড়ি ভেঙে ফেলি আমরা

নিজেদের বাড়ি বানাব বলে—

ভাবি না ওরা থাকবে কোথায়?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...