গাছের বাড়ি

গাছও বাড়ি বানায়
ডালের বিম তুলে তুলে,
আর পাতার ইঁট
একের পর এক সাজিয়ে...
আর তাতে স্থায়ী বাসিন্দা চড়ুই,
কাঠবেড়ালি ব্যস্ত যাত্রী৷
ভাড়াটিয়ার
মতো হঠাৎ এসে বসে
হলুদগলা নীল পাখি৷
চুপ করে বৃদ্ধটির মতো মিশে থাকে পেঁচা,
অতিথির মতো কাকেদের যাওয়া আসা,
সিঁড়ি বেয়ে ওঠানামা করে পিঁপড়ের সারি...
সেই গাছ-বাড়ি ভেঙে ফেলি আমরা
নিজেদের বাড়ি বানাব বলে—
ভাবি না ওরা থাকবে কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন