শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

তুষার ভট্টাচার্য






আগুনের পরশমণি গান



তোমার যুবতী ফরসা শরীরের সহজপাঠ

একবার খুলে ধরলেই আমার ঝর্ণা কলমের নিবে ভেসে আসে প্রেমের 

অজস্র  কবিতার অক্ষর,

তাই আমি তোমাকেই পড়ি দিনভর   ;

যখন তোমার মায়াহরিণী চোখে উড়ে আসে দিগন্তের ওই নীলিম আকাশ

তখন আমি তার ভিতরে  নীরবে  খুঁজে পাই রূপকথা ভালবাসার

অলৌকিক পরশ পাথর  ;

তুমি রুপোলি চাঁদের মতন সংগোপনে

যদি মেলে দাও ভূগোল শরীর

তবে আমি গলা ছেড়ে গাইতে পারি

আগুনের পরশমণি গান l




 সব কিছু রেখে চলে  যাব



সব কিছু রেখে চলে যাব  - এই চরাচর জুড়ে হেমন্তের পাকা ফসলের মাঠ, গাজন তলা, চন্ডীমণ্ডপ,

রুপোলি চাঁদের থালায় বেড়ে খাওয়া

গরম ভাতের স্বপ্ন ;

ভুলে যাব সব দুঃখ ব্যর্থতা অভিমান

সঙ্গে নেব না কিছুই 

শুধু নিজের শিকড়ে রেখে যাব

নদীর পলিমাটির ঘ্রাণ  ;

চলে যাবার আগে দু'হাতের মুঠোয় তুলে নেব

অন্তহীন স্মৃতির অক্ষর

দু'চোখে লেগে থাকা বিষাদ চিহ্ন মুছে

আর একবার শুধু দেখে যাব -

ধবল জোছনার আয়নায় ভেসে ওঠা

রাত পরীর রূপকথা মায়াবী মুখ  ;

সঙ্গে নেব না কিছুই

সব কিছু রেখে চলে যাব

রাত্রিচর পাখির মতন উড়ে

ওই আকাশ গঙ্গায় l







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...