বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নমিতা বসু

ক্রেজ




কি আছে কি নেই এটা ভাবলেই,

জল এসে ধুয়ে দেয় সব হতাশার মেঘ।


ছায়ার বিশ্বাসে ফাঁক জমা অন্ধকারের,

একাকিত্ব গিলে খায় চিত্রায়িত শোক।


নিখাদ বাঁশির ক্ষেদ উন্মত্ত সুর সমন্বয়,

সেচে আনে কাব্য চর্চা মরুভূমি শস্য প্রতিবাদ।


স্রোত কোনো মিমাংস নয় না কোনো সমর্পণ,

ছদ্ম নামে রুপোলি জল পিয়ানোয় স্থগিত ।


ঘুরপাক ইন্দ্রজাল অন্তর্ক্ষত শ্লোকের উৎসব,

অন্ধ ঝড় প্রেমে খোঁজে সন্তানের জন্ম পরিচয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...