বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্নেহাশিস মুখোপাধ্যায়

 মেধা শঙ্খ মেধা ডমরু 




(১)
মেধা 
তোমার উন্নতির ক্ষয়
আমার অবনতির নিরেট হাওয়ার চেয়ে
অনেক ভালো। আজকাল সব কিছু যন্ত্রে হয়।
আমার মধ্যমেধা যন্ত্রে নিলামদারি হয়।
নইলে মেধা এখনও রক্তে অস্থিতে বেঁচে থাকে।
(২)
কার্বন
এই নিয়ে কোনো কথা হবে না।
শুধু দেওয়ালে দেওয়ালে ছোপ লেগে থাকবে।
ফুসফুসের ভেতরে ভুল ভালোবাসার মতো লেগে থাকবে।
নিউক্লিয়াসের ভেতরে সতেজ ভালোবাসাকে ক্ষয় ক'রে ক'রে
কার্বন এখন ইলেকট্রন, প্রোটন...নিউক্লিয়াসের। 
(৩)
মাছ 
জলের ভেতর হাত ঢুকিয়ে 
খপ্ ক'রে তুমি ভালোবাসা তুলে আনো।
মাছ কিন্তু ঘুমিয়েও চোখের পাতা কচলায় না!
জলের ভেতর হাত ঢুকিয়ে 
তুমি মাছের অস্থি মজ্জা বের ক'রে আনো।
(৪)
লালন
ভালোবাসা কি, অভিমুন্যু?
তোমাকে হঠাৎ ক'রে দায়িত্ব দেওয়া হলো।
সময় দেওয়া হলো  তোমাকে।
তুমি কি তাক করা শিকারের মতো।
তাহলে তাক করো ক্ষমতাকে।
একে লালন বলছে আমজনতা।
জনতা বলেনি, বলছেন জনার্দনেরা।
(৫)
বিছে 
তোমাকে ভালোবাসার শপথ নিলাম
শপথ ভেঙে ফেলতে কতোক্ষণ লাগে।
সমস্ত জলাশয় প্রস্তুত।
এসো, সাঁতার কাটি আগে।
তুমি যে কামড়াতে পারো, আমার জানা চাই।
(৬)
গ্লোব 
গ্লোবের চারপাশ একসাথে দেখতে পাচ্ছো ধরণী?
কি ক'রে দেখবে তুমি অন্ধ!
দ্যাখো, চারপাশের ম্যাপগুলো হামলে উঠছে।
চূড়ায় ওঠার আগে কয়েক লক্ষ শব্দ হবে।
এ ছাড়া, এই গ্লোবটাও বাঁচতে শেখেনি।
(৭)
স্বর
আপনি বাড়িতে হাসেন না?
আপনারা? নিজেদের মতো ক'রে? 
কথা বলেন না?
তাহলে অন্যের বেলা আপত্তি কেন?
আত্মসমালোচনা করুন! 
বাড়িতে হাসার জন্য।
(৮)
ডিগবাজি
একজন ডিগবাজি খাওয়া লোক,
আমাকে ডিগবাজি খাওয়ার উপহাস করে।
আসি কিছু বলিনি তাকে।
যে নিজেই হাঁটতে জানে না, সে আবার
কি হাঁটতে শেখাবে, দুর্ভিক্ষের ভিখারিকে? 
(৯)
গহন ইলিশ 
মাঝে মাঝে গহন ইলিশে চলে যাই।
তুমি নিশ্চই প্রতারক ভাবো আমাকে।
ইলিশের রঙ গন্ধ, পড়ে যাওয়া রোদ,
সব জলের নিচে অন্ধকারেই তাজা ছিলো।
মাঝে মাঝে গহন ইলিশ ভাবি নিজেকেও। 
(১০)
উপদেশ
মাসকলাই দাঁতে চিবিয়ে ফেলে দাও।
জল মুখে নিয়ে কুলকুচি করো।
ঘুরে এসো, মানে, চা টা যদি খাও!
আদ্য-শ্রাদ্ধ বড়ো সামাজিক প্রথা।
আগে কি বাবার অন্য কোনো নাম ছিলো?
এখন সেই নামেই অন্নজল দাও! 
বাকি সবও বাবার মতোই।
বাবার হাতের লাঠি সাবধান চিহ্নে সামলাও।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...