শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাপিয়া অধিকারী

 হারানো সুর




তোমার বুকের ভিতরের

সবচেয়ে সরু -

অন্ধকার গলিটার শেষে

যে দরজাটা ছিলো 

সেটা খটখট 

আওয়াজ করে বললাম,

আসতে পারি ? 


তুমি চোখ না তুলেই

নেল কাটার দিয়ে 

নখ কাটতে কাটতে

অনেকটা যেন 

অভ্যাস বশেই বললে,

হ্যাঁ,  এসো...। 


আসতে হলো একটা -

সুন্দর পুরনো সুগন্ধিত

পর্দা সরিয়ে । 


ঘরের ভিতর 

সবটাই অগোছালো নয় । 

এলোমেলো আর গোছগাছেরা

হাত ধরাধরি করে

কেমন যেন এক

মায়ার জাল বুনেছে । 


আর  -

ঘরের বাইরে

সুগন্ধিত পর্দার ওপার থেকে

ভেসে আসছে,

বিরহ বাঁশির করুণ সুর । 


ফেরার আর উপায় ছিলো না।


তুমি চোখ না তুলেই বললে,

চা খেতে চাইলে - 

রান্নাঘরে যেতে হবে।


সেই  তোমার একলা ঘরকন্নার

একচিলতে রান্নাঘরে 

অনুপ্রবেশ ...  অভ্যেস। 


ভালবাসারও অভ্যেস। 

হ্যাঁ,  ভালবাসাও তো অভ্যাসই।


সেই অভ্যাসেরই হাত ধরে 

বহু পথ চলার পরে 

আজ তোমাকে

হারিয়ে ফেলেছি । 


আমি তোমার পাশেই আছি। 

তুমিও আছো পাশেই । 

শুধু -

মাঝে আছে

সেই  সুগন্ধিত পর্দাটা ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...