বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

প্রসেনজিত চট্টোপাধ্যায়

আলাপ 


     



এই তো সেদিন 

মনে হল হঠাৎ 

কিছুই আমার নয় 

শুধুমাত্র শরতের গল্পে 

       আকাশ তুমিময় 



কষ্টের চিন্তাগুলো 

কাছাকাছি  ও সবচেয়ে বেশি 

যে , তোমার জন্য গান লেখে 

ইচ্ছার অনুপ্রেরণায় সারি সারি রাত 

অপেক্ষা জমায় তারাদের আলাপে 


সীমাহীন চুম্বনের শিরোনামে 

কবে তোমার অ্যালবাম প্রকাশিত হবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...