শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিকাশ ভট্টাচার্য

 যা ভাবছেন তা নয়





একটু নজরে রাখুন ভাই। একটু রাখুন

যাকে ভাবছেন আলাভোলা 

তিনি কিন্তু মোটেও তা নন


হাওয়া বাতাস বোঝেন। অন্ধকারে দেখতেও পান

ছায়াপথে উজ্জ্বল ত্রসরেণু

তড়িৎ চুম্বকীয় কণাদেরও খোঁজখবর রাখেন

যতটা ডালপালায় শাখাপল্লবে 

নিজেকে মেলে ধরেন স্পষ্ট দিবালোকে      

ঠিক ততটাই গভীরে তার শিকড়বাকড়

মুখ খোলেন না পাবলিক প্লেসে, আবার

নতুন বাড়ি দেখতে পেলেই জিভের ডগায় রাখেন  :

কী দারুণ তাজমহল !

 

আসলে যা ভাবছেন,  তিনি কিন্তু মোটেও তা নন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...