শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রথীন বন্দ্যোপাধ্যায়


অন্য গর্তের দিকে  







বৃষ্টির সম্ভাবনায় বেরিয়ে এসেছি গর্ত থেকে। আমরা সবাই সারিবদ্ধ বেরিয়ে পড়েছি। প্রত্যেকে সামর্থ অনুযায়ী ভবিষ্যতের রসদ নিয়ে দ্রুত ছুটে চলেছি। আগামী প্রজন্মের ডিম নিয়ে চলেছি, সুশৃঙ্খল, পিঁপড়ের দল, মাটির সমান্তরালে শরীর নিয়ে চলেছি নিরাপদ অন্য কোনও গর্তের দিকে যেখা‌নে বৃষ্টিপাত নেই





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...