বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

অনিন্দ্য পাল

ক্যাকোফোনি  




নকল মানচিত্রে হাপিত্যেশ খুঁজেছ আত্ম-প্রতিকৃতি 

প্রাচীন কিছু কি তোমার যোগ্য ছিল কোনও কালে? 

হেরে যাবার পর কণ্ঠমালায় সরীসৃপের প্রত্নহাড় 

'গুগল' দেবতা তোমার, মিথ্যে সব ইতিহাস সুকৃতি, 


ডাইনোসর কেঁদেছে কখনও, শুনিনি আমরা কেউ 

জীবাশ্মে
আঁকা ক্ষয়লিপি তবু বলে দেয় অশ্রুসকল 

আঁকা আছে ধ্বংসের পতনশব্দ আকুল প্রত্নগর্জনে 

তবু তোমাকে দিয়েছি সম্মানমালা সিদ্ধ নিপাতনে... 


চারাগাছ থেকেই তুমি উধাও শৈশব  

অসময়ের অজ্ঞতায় মেখেছ অহংকার ধুলো 

মানচিত্রে ত্রুটি যেটুকু আঁকা ছিল ছাপিয়ে গেছ 

সেসব, কিনেছ প্রহসন আর সম্মান-বৈভব... 


হারিয়ে গেছে যা কিছু সময়ের রন্ধ্রকোটরে

নেই সে সব, বলেছ প্রচারে চিৎকারে 

তুমিও ছিলে না একদিন, থাকবে না আবার 

পদচিহ্ন কি থেকে যাবে তবে কোন বাতিল লেখ্যাগারে... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...