শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সোমদত্তা


নিঃসঙ্গ স্মৃতি



 

ঘুঘু ডাকা  অলস দুপুর , 

পায়রাটার বকবকম  

নিস্তব্ধতা  আরো  বাড়িয়ে  দিচ্ছে। 

নারকেল  গাছের  পাতার ফাঁক দিয়ে  

হালকা শীতের হাওয়া , 

মরা রোদ কার্ণিশে  ছড়িয়ে  রেখেছে 

চলে যাবার আগের বার্তা। 

আমি  দাঁড়িয়ে  আছি  সময়ের কিনারায়, 

কেয়োকার্পিন হেয়ার অয়েলের গন্ধ আসছে , 

কেউ কি মাখছে? 

মায়ের গন্ধ। 

নাকে আসে  চারমিনারের তীব্র  গন্ধ , 

বাবা বাড়ি  ফিরছে অফিস  থেকে। 

আজো সেই  তামাকপাতার গন্ধটা নেশা ধরায়। 

আমি  হাঁটছি, একাল আর সেকালে... 

এই ঘুমন্ত দুপুর  আর কোন 

স্মৃতির গন্ধ  আনে না, 

কারো ছোঁয়া  দেয় না , 

আমার ঘ্রাণ শক্তি  সীমিত  হচ্ছে  ধীরে ধীরে।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...