শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুপ্রভাত মেট্যা

 

প্রেমচুক্তির কাগজ 








এখন বৃষ্টি হলে, তুমি 

নরম রৌদ্রের 

গোধূলি পেখম মেলে নেচে বেড়াবে।


ওই পুকুর
পাড়ের বিকেল 

কবে যে যুক্ত হয়ে

তোমার প্রেমচুক্তির কাগজে 

আমাকে সই করিয়ে নিয়েছে

আমি তার কিচ্ছুটি জানিনা!


ছেলেটি 

মেয়েটির বুকে 

ঘর আঁকতে গিয়ে 

দু'রকম পৃথিবীর 

একরকম একটা আলো

ওইতো অন্ধকার টিলা,

প্রেমের আশ্রয় ...

ওইখানে কি? 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...