শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নজর উল ইসলাম

 রূপকথার কথকথা










প্রতিটি মানুষের ভেতরের আয়নায় কত আঁকিবুঁকি

কত ঝোরা ইতিহাস

প্রতিটি চোখে ও নিরলস বিষাদের রক্ত মোহ-আগুন 

নদীর মত ঠিকরে ওঠা অবর্ণন ঢেউ

যা আজও আবাদি অথচ খোলসে মুখোশ বন্দি

নিরিবিলি মনঘর কাঁদে

রূপকথার কথা হয়ে অন্তহীন দিশেহারা মেঘপুঞ্জ

সাহসী রোদ্দুর আকাশি পেয়ালায় বসে আছে

এহেন ঘনক ধারাপাত পড়ে শেষ করতে পারিনা

হাত পাতি জীবন যুদ্ধের কাছে সে তো বেবাক

শুধু নিঃশব্দে যখন রাত আসে একাকীত্বের ভুবনে

জোছনার রঙ সবুজ অহংকার তখনও আমরা দাঁড়কাক...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...