শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ফিরোজা খাতুন

নিঃসঙ্গ ধোয়া





অনর্গল অফুরন্ত কথা গেল ফুরিয়ে, 

কহু-কুজনের সুর অন্তরায় গে'ল থেমে, 

সাদা পাতায় বুনে যাওয়া অক্ষর মালা

বন্দী ক'রে বেদনায় জারিত জারে

ছুড়ে দিয়েছিলাম গভীর অতলে। 


র্নিঘুম রাত, স্মৃতির বুকে উষ্ণ প্রপাত, 

আজ তার পোড়া ছাই চূর্ণীর জলে, 

জ্বলনের কালো ধোয়ায় ঘূর্ণি, এলোমেলো বাতাস, 


আঁধার আকাশের হৃদপিণ্ড পোড়ে---


দুরন্ত স্রোতে আধপোড়া সিগারেট

মুখে আগুন নিয়ে যায় ভেসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...