বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

অনন্যা ব্যানার্জী

 বৃত্ত





যেটুকু আমি 

ঠিক সেটুকুই আমি, 

অন্তিম চরণে আর 

আমার কোনও গল্প নেই , 

কোনও উদ্বৃত্ত নেই । 

থমকে যাওয়া মেঘলা 

আকাশ থেকে চুরি করা 

একটা প্রজাপতি আছে 

সময়ে অসময়ে জ্বালায় কমলা বিকেল  

গোধূলী বেলা...

মাঝে মাঝে বিপরীত স্রোতে 

উড়িয়ে দিই প্রজাপতিকে 

গল্পকে মেলে দিই 

এলো চুল শীতের রোদে 

বসন্তের রঙ ডুবিয়ে 

দিই আমের পাতায় । 


এখন সেই মেয়েটার গল্প জানি 

যে মাঝরাতে রোজ স্বপ্ন 

আঁকে তেল রঙে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...