শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অনিমেষ মণ্ডল

 ব্যবধান





তুমি থমকে গেলে মাঝ পথে 


বাকিটা পথ আমি একা 



আমার দেওয়া সিঁদুর 


আর মাথায় ওঠেনা তোমার



নতুন সিঁদুর এখন তোমার অলঙ্কার 



মিশে যাওয়া দুটি দেহের মাঝে 


হয়ত সরলরেখা বরাবর রয়ে গেছে দুটি মন 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...