শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

দিশারী মুখোপাধ্যায়

 ধোঁকা




ধোঁকা রান্না হচ্ছিল সেই বাড়িতে।তার ঘ্রাণ 

ছড়িয়ে পড়ছিল, কখনো বাগেশ্রী ,কখনো বা 

মিয়াঁ কি সারং।বাড়ির চতুর্দিক দিয়ে যত রাস্তা 

গেছে, তারা সবাই গন্ধে গন্ধে এখানে এসে হাজির।

ভীষণ রকমের কোলাহল বেঁধে যায়।প্রত্যেকেই 

ধোঁকা খাবার জন্য এবং আগে খাবার জন্য 

যুদ্ধংদেহী।


কে সেই ব্যঞ্জন রান্না করছিল, সে আদৌ কাউকে 

আমন্ত্রণ জানিয়েছিল কিনা জানা যায় না।

সংবাদমাধ্যম কোলাহল আস্বাদনে ব্যস্ত হয়ে পড়ে।

জানে তাদের গ্রাহকরা কোন জাতীয় মাদক পছন্দ 

করে।জল যেখানে নেই, সেখানে পৌঁছে দিতে হবে, 

এসব থিওরি এখন চলে না।


বাড়িটি এখন এক উইঢিবিতে পরিণত। সেখানে 

আর রান্নাবাড়া হয় না।লোকজনও ধারেকাছে নেই।

ভেতরে যারা আটকা পড়েছিল তারাও সকলে 

কোমর, হাঁটু ও গোড়ালির ব্যথায় আক্রান্ত।   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...