বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সঞ্জীবন রায়

সূর্যমুখী  ভালোবাসার  দিন


 



এই  পলাশ ভালোবাসা


একদিন  রঙ এর ঝর্ণা হয়ে ঝরে পড়বে নবীন প্রেমিকের শরীরে


 


 


 এই বিরহের দিন-রাত


 বিরহী যক্ষের মতো হৃদয়ে আগলে রাখবে আশ্চর্য সেই  মানুষ


 


 এই সংলাপ ও সংরাগ 


চির-হরিৎ অরণ্যে  অথবা প্রবাল দ্বীপে  মন্ত্রোচ্চারিত হতে থাকবে 


 


 


একদিন আসবে , এই  অবিন্যস্ত , অসম্পূর্ণ মুহূর্ত  , 


সম্পূর্ণতার অতুল ঐশ্বর্যে  ও মধুর লাবণ্যে জ্বলজ্বল করে  উঠবে


মৃত্যুর সীমানা ছাড়িয়ে  মায়াবী আলোর সেই  উৎসবে,


আমরাও অদৃশ্য হেঁটে যাব প্রিয় সেই হীরক  আঙুলে আঙুল জড়িয়ে


 


 


পৃথিবীর সব ঘণ্টাগুলি বেজে উঠবে সহস্র সূর্যের আলোয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...