শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মিসবাহুল হোসেন

 পরোয়ানা




ঝড় উঠেছে ,বাতাসে রক্তের গন্ধ ;

কয়েকটা দারুচিনি  চিবিয়ে ঘুমোতে যাওয়ার অবকাশ খুঁজছি।

ঝরে যাওয়া পুরোনো পাতাগুলো রাজসাক্ষী,

বজ্র বিদ্যুতের সময় ঘনিয়ে আসছে ...


একটি কঠিন পথ, নির্বাক অস্থি-পাথরের সংঘাতে রক্তের দাগ,

নিশ্চিহ্ন কয়েকটা চিরুনি, দুবড়ো ঘাস  আজও জেগে আছে ।

দীর্ঘশ্বাস নেমে
আসছে,

 মৃত্যুর মতো  সারি সারি সাদা বক আকাশের সাথে ভাসছে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...