রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নিশা দাস




জানি দেখা হবে




জানি আবারও আমাদের দেখা হবে;

ইউনিভার্সিটির পথে সেই সাঁকোর ধারে।

হলুদ পাঞ্জাবী পরে ঝোলা ব্যাগ কাঁধে,

চৈত্রের গনগনে রোদে

যখন ঘামে ভিজে যাবে তোর-আমার শরীর।

গাছের পাতার মতো নরম হাতে

বটবৃক্ষের ছায়ার মতো স্পর্শ দিবি জানি ।



দেখা হবে সেই সাঁকোর ধারে।

যেখানে চৈত্রের মন কেমন করা বাতাস ,

চারিদিক থেকে ছুটে আসে।



দেখা হবে সাঁকোর ল্যাম্পপোস্টের নীচে।

বিষন্ন সে এক রাতে,

ভয় পেয়ে জড়িয়ে ধরবো তোকে।

তুইও আমায় জড়িয়ে ধরবি লোমশ বুকে

যেমনটা মাটি তার দূর্বাঘাস কে রাখে ।



দেখা হবে বসন্তের শেষে।

যার স্মৃতি তোর-আমার দেহে,

বারুদের গন্ধের মতো লেপ্টে থাকবে ।

থাকবে ইউনিভার্সিটির অলিতে-গলিতে,

আর থাকবে তোর দেওয়া

গোলাপ আর বইয়ের প্রতিটি পাতায় ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...