সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

কৃষ্ণেন্দু দাসঠাকুর




রেশটুকু





বৈশাখ মাস। বাইরে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছে।

  

---এ তুই বউয়ের গায়ে হাত দিয়েছিস-- থানার মেজোবাবু, সবচেয়ে রাগী পুলিশ অফিসার ইকবালের চুলের মুঠি ধরে ঝাকড়াতে ঝাকড়াতে বলল।

--হ্যাঁ স্যার।

ইকবাল শান্তভাবে সম্মতিসূচক মাথা নাড়ল। ও জানে ওর স্ত্রী মানে মিলির মামা লালবাজারের বড়ো অফিসার। তাই ব্যাপারটা অনেকদূর এগোবে।

--দেখে তো ভদ্র ফ্যামিলির, এডুকেটর মনে হচ্ছে, তা গায়ে হাত দিলি কেন?

--স্যার। কত করে একটা রবীন্দ্র সংগীত শোনাতে বললাম শোনালে না।আমি ওর গান শুনেই বিয়ে করেছিলাম...আর কিচ্ছু...



ঝড়, বৃষ্টি ক্রমশ ম্রিয়মাণ হতে হতে একসময় সম্পূর্ণ থেমে গেল। পশ্চিমাকাশে তখন উজ্জ্বল আভাটুকু মুছে গেলেও... হালকা রেশটুকু রয়ে গেছে...

                                       


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...