শনিবার, ১১ এপ্রিল, ২০২০

সজল বন্দোপাধ্যায়





আমার চুপকথা

 




তুমি কেন লুকিয়ে আছো নীল আকাশের মাঝে

তাইতো তুমি আসো ফিরে সকাল কিংবা সাঁঝে

মনের মাঝেই আছো তুমি থাকবে ইহকাল

এই দেখো না তোমায় ভেবে ভিজছে সাত সকাল !



চোখের জলও শুকিয়ে যাবে রুক্ষ হবে ধরা

এরই মাঝে তোমায় আজ শুধু স্মরণ করা

আজকে তুমি চলে গেছো বহু বছর জ্বলছে হৃদ

লোক দেখানো কান্না তো নেই মনের ঘরে পড়ছে সিঁদ !



ভুল বুঝো না ভালবাসা অন্তঃসলিল তা জানো

ভালবাসা মনেই থাকে বহিঃপ্রকাশ লোক দেখানো

আজকে তাই জ্বলছে নীড় দেখবে কি তা হৃদ খুঁড়ে

হাসবে লোকে বলবে শোকে মগজ গেছে দিক ঘুরে !



শ্রদ্ধা দিলাম ভালবাসাও গল্প করো চাঁদ তারায়

পড়লে মনে আমায় দেখো সেই গ্রামেরই সেই পাড়ায়

আগলে বসে তোমার ভিটে আজও আছি আগের মতো

তোমার শখের হাতঘড়িটা হাতেই আছে চলছে নাতো !



জানি জানি , চলে গেলেই দূরত্বটা খুব বাড়ে

কিন্তু মনের ভালবাসা বিশেষ সময় ঘুম কাড়ে

বলছে কলম এবার থামি উঠছে ব্যথা বুক ফুঁড়ে

ভালো থেকো যেথায় থাকো মনে রেখো বুক জুড়ে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...