শনিবার, ১১ এপ্রিল, ২০২০

রিঙ্কু মণ্ডল




বন্য 


       

বিদিশার চক্রব্যূহে অজ্ঞানের দাপ

বুদ্ধিহীন মাথা নিয়ে বসে থাকা কাজ

ব্যাঘ্র-কেশরীর চিহ্ন পথে করে রাজ

ভয় হয় অন্ধকারে মনে ভাবি পাপ।

কোটি কোটি জনতারা কর্ম করে রোজ

সফলতা পেয়ে থাকে অল্প কিছু লোক

অসফল ব্যক্তিদের হয় শুধু শোক

দৃষ্টে সুখী ব্যক্তিরাও সুখ করে খোঁজ।



পণ্যাদি সকল বস্তু বিক্রি হয় হাটে

অর্থ দিয়ে কিনে নিতে দ্বিধা নেই কারো।

সম অভ্যাসে আমিও হয়েছি অভিন্ন

দিশাহীন হয়ে তাই ব্যর্থে কাল কাটে।

সুখের সাক্ষাৎ পেতে অর্থ করি জড়ো

চক্রব্যূহে রয়ে তাই হয়ে আছি বন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...