সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আবির সাহানা




পর্যবসান

 




অবিন্যস্ত প্রশ্বাসে আক্ষেপ ঝরে যায় রোজ ;

প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ থেকে শূন্যগর্ভ ।

স্থান-কাল-পাত্র ভেদে সূর্যের রঙেও বদল ;

পরিযায়ী স্বপ্নেরাও বাসা বদলায় কালিক বৈপরীত্যে ।

কপটতার বংশবিস্তার প্রবঞ্চকের মুখোশ জুড়ে ;

"তর" থেকে "তম"-তে উত্তরণের খেলায়

নির্লজ্জ রক্তক্ষয়ী উন্মত্ততায় ঘুণপোকা ।



শান্তি....শান্তি....শান্তি....



বাতাসে ধ্বনিত বাণীর প্রবেশ নিষেধ

গলিত জিঘাংসু দাম্ভিক কর্ণকুহরে ।

অস্পষ্ট অবয়বে অদূরস্থ অন্তিম প্রশান্তির মৃদুহাস ।

অস্থিচর্মসার জীবনবৃত্তান্ত ভূপতিত প্রেতভূমে

নীল অসুখের বিদ্রূপাত্মক উপসংহারে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...