সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

রিদুওয়ান উদ্দিন





ভাগ্যের পরিহাস




হাজার -কোটি টাকার খেলা,

ছেলের দিন শুরু নেশাতে।

      আর কলম শেষ ভাই,লিখবো কিসে?

পরীক্ষা কাল আর মোমবাতি নিভে।

একটুখানি জ্বরের আভাস,

বিদেশ জমায় নিজের যানে।

       ভাবটা এমন মৃত্যু কি যে,

টাকায় তবে মরন ঝুঁকে?

মরছে দেখো পথের ধারে,

       আরে খাইতে পাই না,

         এই দেহে বুঝি ঔষুধ জোটে?

খাবার গন্ধে ঘুম আসে না,

          মুখের সাদ কি আর এত বোঝে?

তোমার বাড়ির সামনে অভুক্ত আমি,

        আর তোমার হাড্ডি কুকুর ছেড়ে।

কাপড় ছেঁড়া,নগ্ন আমি,

        তোমার রোজই পোশাক  জোটে।

তোমার স্বপ্ন আরো লুটার,

আমার স্বপ্ন -

আজ রাতে কি তবে মরন হবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...