শনিবার, ১১ এপ্রিল, ২০২০

রথীন পার্থ মণ্ডল




অভিমানী সুখ




এখনও গোধূলি রং আনে

বৃষ্টির পরে সোঁদা গন্ধ,

এখনও মাটির ভাঁড়ে গরম চুমুক,

এখনও অভিমানী রাত গড়ে দ্বন্দ্ব।

এখনও আলোর ভাঁজে আঁধারের সুখ,

এখনও মন কেমনের ঘরে তোমার মুখ।



 আকাশের তারা




আকাশের তারা ধরে শিশুটি বলল,

'মা, খিদে পেয়েছে, খেতে দাও '

নদীর ভেতর থেকে মা বলল, 'চুপ'



আকাশের তারা ধরে শিশুটি আবার বলল,

'মা, খিদে পেয়েছে, খেতে দাও '

নদীর ভেতর থেকে বাবা বলল, 'চুপ কর '



শিশুটি ধীরে ধীরে রাত হয়ে গেল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...