শনিবার, ১১ এপ্রিল, ২০২০

প্রতিভা দে




দিনটা



আলোর ঢেউ এ হলো মাতাল

আজ সকালের সূর্য উঠা।

মাতিয়ে দিয়ে আকাশ টাকে

সবাই যখন ফেললো বিছানা।

সকাল সকাল কাজের খোঁজে বেড়িয়ে পড়া।

কেউ বা যাবে স্কুলে

কেউ বা যাবে পড়াতে।

মায়ের এখন বড় কাজ

সবাই কে তৈরী করতে।

ঘর দোর ,খাবার দাবার

যা চাই দিয়ে যাবার।

চাকুরী করতে গেলে

মায়ের যে তাড়া আবার।

কি করে যে সামলায়।

ওদের বাড়ির বৌদিটার

একটা নূতন বাচ্চা,

তাকে ফেলে চাকুরী তে যায়

শাশুড়ি টা বলে আর কত

কষ্ট করবো সংসারের তরে।

এমনি সব দিন।

হঠাৎ কে দৌড়ে এসে বললো,

কাল রাতে চলে গেলেন

ঐ বাড়ির মানুষ টা।

এই তো চলে দিনটা।

1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...