শনিবার, ১১ এপ্রিল, ২০২০

সৌমিত্র চক্রবর্তী





নিজকিয়া




যতই দিন গড়িয়ে চলেছে, আরও বেশী

মজে যাচ্ছি নদীর গোল্লাছুট গতিময়তায়

নদীও হাঁটে আমিও হাঁটি

হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে

নদীও পড়ে, আমিও পড়ি;

সূর্যকুমারী তোর্সার রিংটিং হাসিতে

সূর্যও কামুক হয়ে ওঠে, বিদীর্ণ পতনে

আমি তখন নির্বিকল্প দর্শক।

গত জন্ম থেকে ভালোবাসা ছুঁয়েছি

চুমু খেয়েছি তোর্সার নম্র গালে

শাখায় প্রশাখায় ঝলকে উঠেছে

প্রিজম্যাটিক রঙের বিচ্ছুরণ:

জন্ম অবধি গোলাপী ঠোঁটে

জমা রেখেছি বুলফাইট উত্তেজনা

হেঁটে গেছি দুই স্তনের ব্রেকিং নিউজে

একটা সময়ে অ্যাড্রিনালিন গ্রন্থি তোর্সা হয়েছে। 




এই অবেলায়




ভাল নেই আমি...!

চারপাশে মৃত্যুর দাবদাহ

চারপাশে ছলাকলা

ছলনার সীসমহল,

সুস্বাদু খাবারেও নোনা

রক্তকণিকার আঁশটে আলপনা।

ভাল নেই আমার জানালার পাশে

গাছপালা বন্ধুর দল,

চোখ ফেটে জল ও আসেনা

এই কালবেলায়,

রসিকতা কবেই বিদায় নিয়ে

চলে গেছে অনির্দ্দেশ দিগন্তসীমায়।

ভাল হতেই চেয়েছিলাম

আমি, আমরা এবং সবাই,

ভাল থাকতে পারিনি কেউই...

ভাল থাকতে পারিনা কিছুতেই ...




মেমসাহেবা




কথা শুরু হলে অনেক কথাই বলে ফেলি

ভালো কিম্বা ভালো নয়

সবকিছুই সময়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে।



বাড়ি ফিরেছ এখন? আজকাল বড় চিন্তায়

থাকি, দিনকাল ভালো নয়,

গলির অন্ধকার মাঝেমধ্যে হাত বাড়ায়

একলাহুতুম ভয়ের বাসাগুলোতে

লাল চোখের হুমকি চোখ বুজলেও দেখতে পাই।



তোমার চুল সেসময় ওড়ে আজব হুতাশী হাওয়ায়

তোমার পানপাতা চিবুকের শেষ উপত্যকায়

বিন্দু ঘামে আমার ভালো লাগার

বাদশাহী গ্রহরত্ন জ্বলজ্বল করে।



রুটি করতে বসেছ রাতের গ্রাস তুলে দিতে!

সারাজীবন নিজেই রাতের গ্রাস হয়ে গেছ

নিজেরই অজান্তে কোনো এলার্ম ছাড়াই।



রাত্রির শেষ ট্রেন চলে গেলে নিঃস্ব

কালোয় দু লাইনের সমান্তরাল ফাঁকে

অনেকের মধ্যেও একলা পড়ে থাকে

কালো পাথরের দল।



আমার অশক্ত চশমার কাচ হঠাৎই ঝাপসা

হয়ে প্রাচীন প্রস্তরযুগের হেরে যাওয়া

মুখগুলো একের পর এক দেখিয়ে চলে

অকাল বর্ণবিচ্ছুরণে;

পরাজিত মুন্ড ঝোলে বিজয়ীর সিংহদরজায়।



তোমার হাতের তালু ক্রমশঃ নির্মম

শক্ত হয়ে আসে অতন্দ্রিলা

সামাজিক সংস্কারের ব্যর্থ চাপে,

ধীরে বয়স বাড়ে, শিরদাঁড়া নরম হয়,

প্রাচীন পাহাড় চিরে বেরিয়ে আসে

মত্ত ম্যামথের দল।



কাল আবার আরেকটা কাজের দিন

কাল আবার কর্তব্যের সূত্ররা ক্যালকুলাসের

পাগলাঝোরা নিয়মে সামনে দাঁড়িয়ে

তোমার শরীর ঝুলিয়ে বারবিকিউ এ মাতবে,

তার আগে -



অন্ততঃ আজ রাতটুকু আমারই থাক

অন্ততঃ এই সূক্ষ্ম সেকেন্ডের ভগ্নাংশে তোমাকেই ছুঁয়ে থাকি।


1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...