শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিশ্বজিৎ রায়




নর্তকী নাচে




    পায়ে পায়ে অনেকটা  দিন

    পেরিয়ে আসা__

    সময়ের খেয়াল তাই  নর্তকী নাচে

    নেচে গেছে সে পুরাতন

    মহাকাল__

    পথের ধুলোয় ক্লান্ত মানুষের

    দল;

    ক্লান্তি মেনেছে পা-গুলো, ক্লান্তি !

    কিন্তু কতদূর__

    কতদূরের পথগুলো নেমেছে

    অন্ধকারে; জানি,



     হাঁটিনি তো আমি ঘামের দাগ

     লেগে গায়ে,

     গায়ে

     গ্রন্থি কেটে পথে 'অন্তরে__

     অন্তর পথে মায়া, জীবন

     এখনো __



     হা ছুটি !

     মৃত্যু তবু  একলায়;

     একলার আমি

     নৃত্যে__

     আর  নর্তকী

     নাচে!__

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...