শনিবার, ১১ এপ্রিল, ২০২০

শ্যামাপদ মালাকার




আহ্বান




মনে করো,- আমার অন্তরে একটা অরণ্য আছে- - তার মাঝে একটা

সাঁওতাল বস্তি আর পাশে আছে ছোট্টো একটা নদী।

তোমার এক ঈশারায়-

নদী - সাঁওতাল বস্তি - আর অরণ্য তিনজনেই সাড়া দেবে,

তুমি শুধু একবার ডেকে দেখো!



কি ভাবছো ধর্ম! চুম্বনে স্পর্শে না হলে-

কলিঙ্গ জয়ের পর অশোক তরু রোপিত না,

স্পর্শে ধর্ম বাঁচে বলে- কবিত্ব একার নয়,

তুমি না ছুঁলে সাধ্য কার--

আমায় কলম ধরায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...