রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নাসির ওয়াদেন





 শঙ্




রাত্রি  নিগড় নিঝুম

ভোরের পুষ্পে পাখির জাগরণ, কাঁচা ঘুম



বৈদেহিক জীবনের ছায়ালেখা

সমান্তরাল পথ বেয়ে বেয়ে সামনে বক্ররেখা



যে তরু বিলোয় সহস্র স্নেহকণা

আজ বড় অসহায় সে,ছেদনে ছেদনে শূন্য ডানা



যে আশায়  ভাষা জুড়েছিল প্রাণ

ভষ্মে ঘি ঢেলে প্রমাণ দিলে, তুমি কত বড়ো বেইমান



হাজার হাজার শ্রমে ফলিত সুবর্ণ রাশি

ভাগ করে খায় মুষ্টিমেয়, আমার হাতে ধর্মের ভাঙা বাঁশি,



অবশেষে রাত্রির অবসান, নতুন সূর্যের

সরল প্রভাতে, অরুণ কিরণ সময়পাখির ধৈর্য্যে ।

                     -----

1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...