সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বিশ্বজিৎ দেব




ফটোসিন্থেসিস








সারাদিন ফটোসিন্থেসিস শেষে মিটে যায়

পাতাদের ঋন, মিটে যায় শ্রাবণের জল

দরপত্রে লেখা কার্বন, শেকড়ের শ্বাস 



এ জেনেই নিজেকে বিলিয়ে দিচ্ছে অশোকের কাঠ, শহরের মসৃন আসবাবের

মোহে তাকে নিয়ে যাচ্ছে করাতের শাণ



বাকলের সমবেদনারাও এ থেকেই

বিচ্যুত হয়, ঋতুর তারতম্য অনুযায়ী

উড়ে যায় বাতাসের আদ্রর্তার স্তর ...



মরশুমের শেষ অর্বুদগুলি তাই তাকে নিয়ে লেখা, নীলাকাশ তাকে নিয়ে লেখা

তাকে নিয়ে লেখা গোটা বকেয়ার মাস











প্রথা








প্রথাগত সবই থেকে যায়

থেকে যায় করাতের দাঁত

কাঠগুঁড়ো, ছন্দ ও অনুপ্রাস

শতনাম সনেটের নীচে

নিরক্ষর টেবিলেরাও থেকে যায়

প্রথাগত ......



তবু তুমি গান বলো, দূরে

গান শেষে পড়ে থাকে

শ্রাবনের সাপিনীর ছাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...