সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

মৌসুমী ভৌমিক




স্বপ্ন






যদি ভাল করে দেখো

দেখবে দরজা পেরিয়ে গেছি



তোমার শামিয়ানা ছুঁয়ে

      ছুঁয়ে গেছি তোমার চাঁদ

কিনেছি তোমার স্বপ্ন, বুকের চৌকাঠ



সারাদিন শুকনো পাতার অবয়বে

কী খুঁজছ?

আমি তো দাঁড়িয়ে

তোমার দরজা পেরিয়ে



নির্বিকার সময় পুড়তে পুড়তে

হেসে উঠবে......

      স্বপ্ন দেখি ----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...