শনিবার, ১১ এপ্রিল, ২০২০

প্রদ্যুম্ন পাইন




একুশ বললে








একুশ বললে বাংলা বাতাস ঘুরতে থাকে পালে

নৌকা দোলে তাথৈ তালে বুকের

 অন্তরালে

দশমীতে ধুতির কোচায় যামিনী রায়ের পাক

আজকে না হয় রবীন্দ্র নাথ খোলা ছাতেই থাক

কালকে আবার ভাসবে ভাষা সুয়েজ খালের স্রোতে

আমার মা'ও বাংলা হাসেন এখন কোনও মতে

গঙ্গা কাঁদে পদ্মা কাঁদে একুশ নাচে ডিজে

বাংলা কথায় সাত সমুদ্র আজও তেমনি ভিজে

এ বি সি ডি বাজায় সিটি ভেংচি কাটে

জেড

একুশ বললে বাংলা ঠেকে বাংলা বলার জেদ

একুশ বললে প্রণাম করি সেলাম করি

মাকে

বাংলা মানে একটা আবেগ রাজার মত থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...