শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিপবিথী ভৌমিক




বিসর্জন






প্রিয় বিসর্জন হয়ে গেছে এবার

 মেখে নেব রক্ত স্নান, ধুনোর সুগন্ধি...



   আমাকে উন্মাদ ভাবো তাই না!

      ভাবো, হত্যার চলে হত্যাখেলায় মিশে থাকা

       শীতল এক সরিসৃপ।

   

   ঘৃণা রাখো ও চোখে তীক্ষ্ম শব্দবাণে,

     আর আমি ভাবি, এতো ভালোবাসা...



   কেউ যায় কোথাও? নাকি যেতে দেব বা আমি?

    বিসর্জন আসলে সমর্পিত সঙ্গীত এক ;

  স্নান সেরে আরো এক জন্ম- স্নান।





  অনুভব






নিজেকে পড়তে গিয়েই অনেক লেখা

    কবিতায় বেঁধে যায় ।



   এই যে, শব্দহীন সময় বয়ে যায়

    আমার ভিতর, নিজেকে চিনতে চিনতে...



       ছায়া হয়ে বসে থাকে তারা

     আড়াল, আপডাল ভেদ করে মনকলমের গায়ে,



       খাতা খুলি অপেক্ষার, মধ্য রাতের

         দরবাড়ীর তারানায়



          অথচ, ভোর এসে কখন যে বৈরাগীতে

         সারেঙ্গী সাধে এ মন...



   নিজেকে পড়তে গিয়েই অনেক লেখা

      কাব্য আয়নায় মুখ দ্যাখে পুনরায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...