রবিবার, ১২ এপ্রিল, ২০২০

প্রণতি গায়েন




নীরব




তোমার কথা ভাবতেই এক মুক্ত আকাশ পেলাম, যার নিচে কত সহজেই আশ্রয় নেওয়া যায় ।যার সীমান্ত পরিসীমা মাপার প্রয়োজন ই হয়না।

অথচ তখন ও তুমি নীরব ই ছিলে,

চোখের সামনে ধ্বংসের ইতিহাস লেখা হলে,তাও যেন তোমার সম্মতির ই লক্ষণ।

সব পাওয়ার আনন্দের মাঝে ও একটা ঝড়

তোমার শান্ত বুকে আলোড়ন তুললেও

তুমি জড়পুতুলের মতো খেলা দেখলে।

একসমুদ্র হিমাচল জল বয়ে যাওয়ার পর, আমার ইতিহাসের ইতি ঘটার পূর্বে তোমার জাগরণ ।

আমি ও নীরব অভিমানে চোখ ফেরালাম;

বহু কষ্টে নিজেকে তিল তিল করে গড়লাম।

সময়ের যান্ত্রিক গতিতে স্মৃতি আবছা হতেই ;ফিরে এলে এ কোন মহিমায়?

তোমার এই তেজস্বী রূপ,সুমিষ্ট কথা

আমার বুকে আবার জ্বালায় আগুন ।

এখন জান?

আর নিরাপত্তাহীনতায় ভুগি না।

এখন অনায়াসে তোমার বুকে মাথা রেখে

গাইতে পারি জীবনের গান।

শুরু করতে পারি এক আস্ত সুন্দর জীবন;

শুধু  তুমি পাশে থাকলেই,,,,,? শুধু তুমি? ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...